ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
‘ডাকাতির প্রস্তুতিকালে’ পাংশার কসবামাজাইল থেকে ৩৭জন গ্রেপ্তার॥অস্ত্র-গুলি উদ্ধার
  • ইউসুফ মিয়া
  • ২০২০-০৯-২৩ ১৫:৪৩:১২
পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ অভিযান চালিয়ে পুলিশ ৩৭জনকে গ্রেফতার এবং আগ্নেয়াস্ত্র-গুলিসহ বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ ৩৭জনকে পুলিশ গ্রেফতার এবং আগ্নেয়াস্ত্র, গুলিসহ বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার করেছে। 

  গত ২২শে সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে পাংশা থানা, ডিবি, ও কসবামাজাইল ক্যাম্পের পুলিশের যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি ওয়ান শুটার গান, ৩রাউন্ড গুলি, ৯টি চাপাতি, ৬টি হসুয়া, ৪টি ছুরি, ২টি রামদা, ১টি দা, ১টি ভোজালি, ২টি জিআই পাইপ ও ১টি লোহার রড উদ্ধার করা হয়। 

  জানা গেছে, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে পাংশা মডেল থানার কসবামাজাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস.আই মোঃ মাহবুবুর রহমান সঙ্গীয় এস.আই সেকেন্দার হোসেন, এস.আই মোঃ কামাল হোসেন, এএসআই আবু বকর সিদ্দিক, এএসআই মোঃ রিপন খান ও ফোর্সসহ রাত্রীকালীন টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির সুবর্নখোলা সাকিনস্থ সুবর্নখোলা ঈদগাহ ময়দানের মাঠে দক্ষিন পূর্বকোনে মেহগনি বাগানের পাশে ৪০/৫০ জন লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় তৈরি অস্ত্র নিয়ে কসবামাজাইল ইউপি এলাকায় ডাকাতি করার প্রস্তুতি গ্রহন করছে। এ সংবাদের প্রেক্ষিতে গত মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে সময় সুবর্নখোলা ঈদগাহ ময়দানে পুলিশ উপস্থিত হয়ে তাদের ঘেরাত করে ৩৭ জনকে গ্রেফতার ও উল্লেখিত অস্ত্রসস্ত্র উদ্ধার করে।

  গ্রেফতারকৃতরা হলো ঃ পাংশা উপজেলা আওয়ামী লীগের সদস্য জজ আলী বিশ্বাস(৬৫), কশবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান পিল্টু জোয়ার্দ্দার(৪০),  মোঃ সোহরাব(৩৫), মোঃ শরিফুল ইসলাম(৩৮), মোঃ ফয়জুর রহমান লাল্টু(৫০), মোঃ রফিকুল ইসলাম(৩৬), মোঃ সহিদুল ইসলাম(২৬), মোঃ মাহাবুবুর রহমান(৪০), মোঃ তৈয়বুর রহমান(৫৫), মোঃ আইয়ুব মোল্লা(৩৫), মোঃ বাবন মোল্লা(২৫), মোঃ পান্না খাঁন(৪০), মোঃ উকিল খাঁন(৩৫), মোঃ আনারুল খাঁন(২৬), মোঃ সেলিম মোল্লা(২৫), মোঃ সোহান মোল্লা(২০), মোঃ সোহাগ হোসেন(২০), মোঃ ফজলুল হক জোয়াদ্দার(৬৫), মোঃ জিল্লু মোল্লা(৪০), মোঃ দিপু জোয়াদ্দার(৩৪), মোঃ আঃ রাজ্জাক জোয়াদ্দার(৪৯), মোঃ লাল চাঁদ জোয়াদ্দার(৫৫), মোঃ মতিন বিশ্বাস(৩০), মোঃ বদিয়ার বিশ্বাস(২৫), মোঃ তুহিন বিশ্বাস(২৫), মোঃ জাকির বিশ্বাস(৩৫), মোঃ মিন্টু মন্ডল(৪০), মোঃ ফরিদ মন্ডল(২৭), মোঃ মাসুদ রানা বাচ্চু(৩৪), মোঃ সাহেব আলী খাঁন(৪২), মোঃ আজিম মন্ডল(৩৩), মোঃ মুক্তি খাঁন(৪৫), মোঃ কামরুল খাঁন(৩৮), মোঃ আকমল মন্ডল(৫৯), মোঃ মামুন বিশ্বাস(৩০), মোঃ জাহিদ খাঁন(২২) ও মোঃ আহসান হাবিব(১৮)।

  এ সময় পুলিশ ২টি ওয়ান শুটার গান, ৩টি কাতুজ, ৯টি চাপাতি, ৬টি হাসুয়া, ৪টি ছোরা, ২টি রামদা, ১টি দা, ১টি ভোজালী, ২টি জিআই পাইপ, ১টি লোহার রড় উদ্ধার করা হয়। এ ঘটনায় কসবামাজাইল পুলিশ ক্যাম্পের এস.আই মাহবুব রহমান বাদী হয়ে পাংশা থানায় একটি মামলা দায়ের করেছেন। 

  উল্লেখ্য, গ্রেফতারকৃতদের মধ্যে পাংশা উপজেলার কশবামাজইল ইউনিয়নের সূবর্নখোলা গ্রামে স্কুল শিক্ষক আসাদুল বারী খান(৪৫) হত্যা মামলার বেশ কয়েক জন আসামী রয়েছে। 

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ