রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলে মধ্যদিয়ে গতকাল ১১ই নভেম্বর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ শাহিদুল ইসলাম মারুফের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
এমপি জিল্লুল হাকিম বলেন, পাংশায় যুবলীগকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে তখন যে প্রয়োজনে আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করা হয় আজও তার গুরুত্ব বহন করে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা বাধাবিপত্তি ও ষড়যন্ত্র উপেক্ষা করে সাধারণ মানুষের কল্যাণে এবং উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও হটকারিতা প্রতিরোধে যুবলীগকে মাঠে থাকার দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ ওয়াজেদ আলী মাস্টার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি শামসুল আলম মৃধা ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ নাজমুল হাকিম রুমি, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল, যুবলীগ নেতা ফারুক হোসেন ও পাংশা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জহুরুল হক সবুজ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।