ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২৩-১১-১২ ১৭:২৫:৩১

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল ১২ই নভেম্বর সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
 জেলা প্রশাসক ও কমিটির সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুনের সঞ্চালনায় সভায় পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ. সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তানভির হোসেন খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস ও এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিজিবি’র প্রতিনিধি, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও কমিটির অন্যান্য সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 সভায় জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বর্তমানে জেলার আইন-শৃঙ্খলা ভালো রয়েছে। কিছু দিনের মধ্যে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে। রাজবাড়ীতে জেলার সকল আসনে নির্বাচনের তফসিল ঘোষণা পর থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত জেলার আইন-শৃঙ্খলা ভালো রেখে নির্বাচন কমিশন প্রদত্ত সকল নির্দেশনা মেনে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করতে সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। এরপরেও যদি কেউ নির্বাচনী আইন লঙ্ঘন করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।  
 তিনি আরো বলেন, জেলায় গত মাসে যে সকল গুরতর অপরাধ সংগঠিত হয়েছে সেগুলো অধিকাংশই জেলা পুলিশ বিভাগ অতি অল্প সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। কিছুদিন আগে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া খুব সুন্দর ভাবে শারদীয়া দূর্গাৎসব পালিত হয়েছে। আর এটি সম্ভব হয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টার কারণে। পাংশা উপজেলা চেয়ারম্যান ঝুকিপূর্ণ রেলগেটের যে বিষয়টি সমাধানের জন্য বলেছেন, সে বিষয় রেলওয়ে কর্তৃপক্ষসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরজমিনে পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করবেন। 
 এছাড়ও তিনি তার বক্তব্যে বর্তমান বাজার পরিস্থিতি, বাল্য-বিবাহ, নারী নির্যাতন, মাদক, আসন্ন সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয়সহ জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
 সভায় পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, আমার দেখা মতে বাংলাদেশের যে কোন জেলার চেয়ে রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা বর্তমানে ভালো। আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসন্ন সংসদ নির্বাচন। এই নির্বাচনে ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। এই নির্বাচনকালীন সময় যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে  তাদের বিরুদ্ধে জেলার আইন-শৃঙ্খলা ঠিক রাখার স্বার্থে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। জেলার বর্তমানে অপরাধ প্রবনতা বলতে গরু চুরি, অবৈধ এনজিও ব্যবসা ও বিভিন্ন ভাবে প্রতারণা, দৌলতদিয়া পতিতা পল্লী ও মাদক ব্যবহারকারীর কারণে ছোটখাট ছিনতাই ঘাটনা ঘটছে। গরু চুরি, ছিনতাইয়ের সাথে যে সব চক্র জড়িত তাদেরকে অল্প সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে। আর বিকাশ, এনজিও ব্যবসা বা বিভিন্ন উপয়ে যদি কেউ প্রতারণা করে তথ্য পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য তিনি সকলকে পুলিশকে তথ্য দেওয়ার পাশাপাশি সকলে এই প্রতারক চক্র হতে সচেতন হওয়ার আহবান জানান।
 তিনি আরো বলেন, জেলায় পরিবারিক কলহ, জমিজমা নিয়ে বিরোধসহ কিছু কিছু ঘটনা প্রতিনিয়ত ঘটলেও সেটা মাত্রাতিরিক্ত নয়। যা পারস্পরিক বোঝা-পরার মাধ্যমে সামাধান করা হচ্ছে বলে উল্লেখ করেন। 
 এছাড়াও তিনি তার বক্তব্যে কিশোর গ্যাং, গতিসীমা ঠিক রেখে মোটর সাইকেল চালানো, মাদক, সন্ত্রাস, ডাকাতিসহ অপরাধ সংগঠিত হয় এমন বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ