ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
বালিয়াকান্দিতে সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৬তম জন্মবার্ষিকী পালন
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-১১-১৩ ১৭:১৩:৫৯

বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে গতকাল ১৩ই নভেম্বর সকালে কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু'র রচয়িতা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৬তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পন ও দোয়া অনুষ্ঠিত হয়ছে। 

 সকালে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয়।

 সকাল ১০টায় বাংলা একাডেমী, রাজবাড়ী জেলা প্রশাসন, বালিয়াকান্দি উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন কলেজ কর্তৃপক্ষ, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ ও স্মৃতি পরিষদের পক্ষ থেকে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। 

 ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলা একাডেমীর সহকারী পরিচালক এস.এম জাহাঙ্গী কবির, সহকারী পরিচালক ড. মুহাঃ মোজ্জাম্মেল হক, রাজবাড়ী স্থানীয় সরকার শাখার উ-পরিচালক মোঃ আসাদুজ্জামান রিপন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) মোঃ হাসিবুল হাসান, মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কামাল হোসেন খান, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির, সাধারণ সম্পাদক মোঃ রাজ্জাকুল আলম ও মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের পক্ষে কবি মুন্সী আমীর আলী উপস্থিত ছিলেন।

 শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর মীর মশাররফ হোসেন সহ পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। 

 পরে বালিয়াকান্দি আদর্শ লাইব্রেরিতে মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত মুন্সী আমীর আলীর সভাপতিত্বে মীর মশাররফ হোসেনের জীবনালেখ্যর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 উল্লেখ্য, জানা গেছে, বালিয়াকান্দির পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে উপন্যাসিক মীর মশাররফ হোসেনে সমাধির পাশাপাশি তাঁর স্ত্রী বিবি কুলসুম, ভাই মীর মোকাররম হোসেন ও তাঁর স্ত্রী বিবি খোদেজা বেগমের সমাধি রয়েছে। ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। 

 কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ই নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা লাহিনীপাড়া গ্রামে মামার বাড়িতে জন্ম গ্রহণ করেন। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী নবাব স্টেটে বসবাস করতেন।

 এখানেই তিনি ১৯১১ সালের ১৯শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন। পদমদীতে তাকে সমাহিত করা হয়। পরে এখানে তার স্মৃতি রক্ষার্থে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র নির্মাণ করা হয়।

পাংশা উপজেলা মুখরিত শেষ মুহুর্তের প্রচারণায়
পাংশা-কালুখালীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তের গণসংযোগে বুড়ো
সর্বশেষ সংবাদ