ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০০ ছাত্রীকে শিক্ষা উপকরণ বিতরণ
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-১১-১৪ ১৪:৫৪:২৫

রাজবাড়ী শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল ১৪ই নভেম্বর দুপুরে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলীর উদ্যোগে বিদ্যালয়ের ১০০ জন মেধাবী ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষা উপকরণ মেলা-২০২৩ এর বিজয়ী ৬জন ছাত্রীর মধ্যে ক্রেস্ট বিতরণ করেন।
 শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডাঃ শাহ্নিমা নার্গিস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হেদায়েত আলী সোরহাব, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আব্দুর রহিম মোল্লা ও সহকারী শিক্ষক মোঃ হাফিজুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার পাল।
 এ অনুষ্ঠানের আগে একই মঞ্চে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে স্কুল-কলেজের ছাত্রী ও তাদের মায়েদের সচেতন করতে স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনারে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী বক্তব্য রাখেন।

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ