ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী জেলায় ৩০২৪ জনের দেহে করোনা শনাক্ত॥সুস্থ-২৬৯১॥মৃত-২৪
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৯-২৪ ১৪:২৩:৩৬
রাজবাড়ী জেলায় নতুন ৫৭ জনসহ এ পর্যন্ত মোট ৩হাজার ২৪জনের করোনা শনাক্ত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলায় এ পর্যন্ত মোট ৩হাজার ২৪জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২হাজার ৬৯১জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ২৪জন মারা গেছেন।
  বর্তমানে ১৩জন হাসপাতালে এবং ২৯৬জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। 
  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, সর্বশেষ গতকাল ২৪শে সেপ্টেম্বর জেলার আরও ৫৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ১১জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গত ২০শে সেপ্টেম্বর নমুনাগুলো পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। 
  সিভিল সার্জন আরো জানান, জেলায় এ পর্যন্ত শনাক্ত হওয়া ৩ হাজার ২৪ জনের মধ্যে ১ হাজার ৬১৮ জন রাজবাড়ী সদর, ৬৩৮ জন পাংশা, ২১৮ জন কালুখালী, ৩০৩ জন বালিয়াকান্দি ও ২৪৭ জন গোয়ালন্দ উপজেলার। 
  অপরদিকে, সুস্থ হওয়া ২ হাজার ৬৯১ জনের মধ্যে ১ হাজার ৪৯১ জন রাজবাড়ী সদর, ৫৬৩ জন পাংশা, ২১১ জন কালুখালী, ২৩৮ জন বালিয়াকান্দি ও ১৮৮ জন গোয়ালন্দ উপজেলার। 
  এছাড়া এ পর্যন্ত মৃত্যুবরণকারী ২৪ জনের মধ্যে ১৩ জন রাজবাড়ী সদর, ৫ জন পাংশা, ৩ জন কালুখালী, ২ জন বালিয়াকান্দি ও ১ জন গোয়ালন্দ উপজেলার। এর পাশাপাশি বর্তমানে হোম আইসোলেশনে থাকা ২৯৬ জনের মধ্যে ১৩২ জন রাজবাড়ী সদর, ৫০ জন পাংশা, ২৫ জন কালুখালী, ৪৭ জন বালিয়াকান্দি ও ৪২ জন গোয়ালন্দ উপজেলার।
  উল্লেখ্য, গতকাল ২৪শে সেপ্টেম্বর যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন-রাজবাড়ী পৌরসভার কাজীকান্দা গ্রামের ইয়াছিন(৫০), সজ্জনকান্দা গ্রামের হাফিজ(৪২), বিনোদপুর গ্রামের সুমন(২৪), সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর গ্রামের মোস্তফা(৫০), মহাদেবপুর গ্রামের শহিদুল ইসলাম(৩৪), কালুখালী উপজেলার জয়নাল ইসলাম(৫২), তাছের আলী শিকদার(৭০), মাঝবাড়ী ইউনিয়নের মাজবাড়ী গ্রামের খলিলুর রহমান(৪৮), পাংশা উপজেলার মাগুরাডাঙ্গী গ্রামের মোঃ নিজামুদ্দিন(৫০), রেজোয়ান ইসলাম জিরো(১৪), রিটু(১৭), বি-বনগ্রামের শিরিন শিলা(৪০), গোয়ালন্দ উপজেলার জাফর শেখ(৩৮)।   

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ