ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
গোয়ালন্দে আগাম মুড়িকাটা পেঁয়াজ চাষে ঝুঁকছে কৃষক
  • হেলাল মাহমুদ
  • ২০২৩-১১-১৬ ১৬:৪৬:৩৮

রাজবাড়ী জেলা পেঁয়াজ চাষে বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। সারা দেশের মোট পেঁয়াজ উৎপাদনের ১৬ শতাংশ পেঁয়াজ এ জেলায় চাষবাদ হয়ে থাকে।

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার আওতাধীন মাঠগুলো পেয়াজ চাষের উপযোগী মাটি ও আবহাওয়া হওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে পেয়াজ চাষবাদ।

 কৃষি অফিস সূত্রে মতে, এ বছর উপজেলায় ২,১০০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের লক্ষমাত্রা ধরা হয়েছে। গত ১৫ই নভেম্বর পর্যন্ত উপজেলায় ২,০২৭ হেক্টর জমির পেঁয়াজ আবাদ অজির্ত হয়েছে। 

 জানা গেছে, বর্তমানে পেঁয়াজের বাজার দাম বেশি হওয়ায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বরাট, দেবগ্রাম ইউনিয়নের কাউয়ালজানি, উজানচর ইউনিয়ন সহ বিভিন্ন গ্রামের কৃষকরা প্রতি বছরের ন্যায় এ বছরও আগাম মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পাড় করছে। হালকা কুশায়া আচ্ছন্ন শীতের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠের পর মাঠ কৃষকরা পেয়াজ চাষ করছে। 

 পেঁয়াজ চাষীরা জানান, বাজারে বীজ ও সারের দাম বেশি হওয়ায় তারা মুড়িকাটা পেঁয়াজ চাষে কতটুকু লাভবান হতে পারবেন সেটা নিয়ে তারা বেশ চিন্তিত রয়েছে।

 কাউয়ালজানি গ্রামের কৃষক ফজলু খাঁ বলেন, এবছর দেড় বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজ লাগিয়েছি। সার ও পেঁয়াজের বীজের দাম বাজারে যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে মুড়িকাটা পেঁয়াজ চাষ করে তেমন লাভবান হতে পারবেন কি না তা নিয়ে শংঙ্কা মনে বাসা বাধতে শুরু করেছে।  

 ছোট ভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের দরিদ্র  কৃষক আব্দুল প্রামানিক বলেন, বাজারে  বর্তমানে পেঁয়াজের ভাল দাম রয়েছে। আমি দুই বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজ রোপন করেছি। পৌষও মাঘ মাসে মুড়িকাটা পেঁয়াজ  বাজারে উঠলে সেটার বেশি দাম পাওয়া কঠিন হবে বলে মনে হচ্ছে।

 পৌরসভার নগর রায়ের পাড়া গ্রামের কৃষক রতন কুমার বলেন, বীজের দাম বেশি হওয়ায় এবার এক পোয়া জমিতে মুড়িকাটা পেঁয়াজ লাগিয়েছি, ফলন ভাল ও লাভ হলে আগামী বছর একটু বেশি করে পেঁয়াজ লাগাবো।      

 গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকনুজ্জামান বলেন, এ বছর গোয়ালন্দ উপজেলায় মুড়িকাটা পেঁয়াজ চাষবাদ আমাদের লক্ষমাত্রা অতিক্রম করবে। পদ্মা নদীর পলি মাটি এ উপজেলার কৃষকদের প্রকৃতিক সারের জোগান দেয়। এ বছরের লক্ষমাত্রা পেঁয়াজ অজির্ত হওয়ার মাত্র ৭৩ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ বাকী রয়েছে। 

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ