ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
নারুয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট
  • মিঠুন গোস্বামী
  • ২০২৩-১১-১৬ ১৬:৪৭:৩৭

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে গতকাল ১৬ই নভেম্বর রাত সাড়ে ৮টায় পাট গোডাউনসহ একাধিক দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

 বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশনের অফিসার সৈয়দ শরাফত আলী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ও পাংশা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপনে কাজ করি। আগুন আমাদের নিয়ন্ত্রণে এসেছে।তবে কিভাবে আগুনের সূত্রপাত সেটা এখনই বলা সম্ভব না।

 প্রত্যক্ষদর্শী সাহেব আলী জানান, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই টিভি মেকানিকের দোকান থেকে আগুন দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন পাশের পাটের গোডাউন, সার-কীটনাশকের দোকান, মোটর সাইকেলের গ্যারেজসহ বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে চলে এসেছে।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ