ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে রিটার্নিং অফিসার কর্তৃক দুইটি আসনের গণ-বিজ্ঞপ্তি প্রকাশ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৩-১১-১৬ ১৬:৫৪:৩২

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন(ইসি)। গত ১৫ই নভেম্বর সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তফসিল ঘোষণা করেন।

 তফসিল ঘোষণার পরই রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু কায়সার খান রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ নির্বাচনী এলাকা হতে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের জন্য গণ-বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

 জানা গেছে, রাজবাড়ী জেলায় দুইটি সংসদীয় আসন রয়েছে। ২০৯ রাজবাড়ী-১ আসন ও ২১০ রাজবাড়ী-২ আসন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা(২) অনুসারে এই দুইটি সংসদীয় আসনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। এছাড়াও জেলার ৫টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

 জেলা প্রশাসক স্বাক্ষরিত গণ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, (ক) আগামী ৩০শে নভেম্বর (বৃহস্পতিবার) রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ। (খ) ১লা ডিসেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর (শুক্রবার-সোমবার) রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ। (গ) ০৫-০৯ই ডিসেম্বর (মঙ্গলবার-শনিবার) মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের। (ঘ) ১০-১৫ই ডিসেম্বর (রবিবার-শুক্রবার) আপিল নিষ্পত্তি। (ঙ) ১৭ই ডিসেম্বর (রবিবার) প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ। (চ) ১৮ই ডিসেম্বর (সোমবার) প্রতীক বরাদ্দ (ছ) ০৭ই জানুয়ারী (রবিবার) ভোট গ্রহণের তারিখ।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ