গোয়ালন্দ পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়া এলাকায় গতকাল ১৭ই নভেম্বর নবনির্মিত বাইতুল জান্নাত জামে মসজিদ উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার জুমা’র নামাজ শেষে দোয়া মাহফিলের মাধ্যমে মসজিদটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী ও গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যদের মধ্যে গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফজলুল হক, বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সালুসহ স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।