ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
শীতের আগমনে রাজবাড়ীতে অস্থায়ী পুরাতন কাপড়ের দোকানে ভিড় বাড়ছে
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৩-১১-১৭ ১৮:০৯:০৯

শীতের আগমনে রাজবাড়ীতে গড়ে উঠেছে অস্থায়ী পুরাতন জামা কাপড়ের দোকান। এসব দোকানে জামা কাপড় কিনতে প্রতিদিনই ভিড় করছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আয়ের নানা পেশার মানুষ।  
 প্রতি বছর শীতের সময় রাজবাড়ী শহরের ১নম্বর রেলগেট এলাকায় রেল লাইনের ওপর পুরাতন জামা কাপড়ের অস্থায়ী দোকান বসে থাকলেও এ বছর রেল কর্তৃপক্ষ সেখানে দোকান বসতে দেয়নি। ফলে এ বছর এসব অস্থায়ী জামা কাপড়ের দোকান গড়ে উঠেছে রাজবাড়ী বাজারের মৃধা মার্কেট সংলগ্ন ফাঁকা জায়গায়।
 জানা গেছে, প্রতি শীত মৌসুমে অক্টোবর মাসের শেষ থেকে ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৪মাস চলে পুরাতন শীতের কাপড়ের বেচাকেনা। প্রতিদিন সকাল থেকে রাত ৯টা, ১০টা পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অস্থায়ী মার্কেট থেকে পুরাতন কাপড় কিনে থাকেন।
 ব্যবসায়ীদের তথ্য অনুসারে, শীত মৌসুমে প্রতিটি দোকানে প্রতিদিন কমপক্ষে গড়ে ৬/৭হাজার টাকার কাপড় বিক্রি হয়। কিন্তু এ বছর শীত দেরিতে আসায় বেচাকেনা কম।
 সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাজবাড়ী শহরের রেলগেট সংলগ্ন মৃধা মার্কেট এলাকায় গড়ে উঠেছে শীতের পোশাকের দোকানগুলো। বেলা বাড়ার সাথে সাথে পুরাতন জামাকাপড় কিনতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করছে। কেউ জামাকাপড় কিনছে, আবার কেউ দেখতে এসেছে। এই অস্থায়ী মার্কেটে মোট ১৮টি দোকান বসেছে। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত পুরো এলাকা। যেখানে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও এসেছে স্বল্প দামে গরম কাপড় কিনতে। অস্থায়ী এসব দোকানে কোরিয়া, তাইওয়ান, জাপানসহ বিভিন্ন দেশের পুরাতন ব্লেজার, জ্যাকেট, সয়েটার, টাউজার, মাফলার, টুপি, হুডি, ফুলহাতা গেঞ্জি, কম্বলসহ পুরুষ, মহিলাসহ ছোট বাচ্চাদের শীতবস্ত্র বিক্রি হচ্ছে।
 পুরাতন জামাকাপড় বিক্রেতা স্বাধীন শেখ বলেন,শিতের আগমনে গরম জামাকাপড় কেনার চাহিদা বেড়েছে মানুষের।মূলত এই হকার্স মার্কেট থেকে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির মানুষেরাই কম দামে কেনাকাটা করে থাকে। আমাদের বেচাবিক্রিও ভালো হচ্ছে। তীব্র শীত পরলে বিক্রি আরও বেশি হবে।
 আরেক বিক্রেতা মনিরুদ্দিন শেখ বলেন, আমি প্রতি বছরই শীতে পুরাতন জামা-কাপড় বিক্রি করি। আমার এখানে বিদেশি জ্যাকেট ও সুয়েটার রয়েছে। প্রতিটি জ্যাকেট ২০০ টাকা থেকে শুরু করে ৭০০/৮০০ টাকা পর্যন্ত রয়েছে। কোয়ালিটির ওপর দাম টা কমবেশি হয়। বেচাকেনা শুরু হয়েছে। তবে শীত পরলে আরও বিক্রি বাড়বে।
 বিক্রেতা দেলোয়ার মন্ডল বলেন, আমি ১৫ বছর ধরে এই পুরাতন জামা-কাপড় বিক্রি করি। আমার এখানে বেশিরভাগ জামা-কাপড় বাইরের দেশের। এগুলো আমরা বস্তা ধরে কিনে নিয়ে আসি। এছাড়াও এক্সপোর্ট কোয়ালিটির কাপড় রয়েছে। কমদামি কাপড়গুলো ৫০ থেকে ৩০০ টাকার মধ্যে, মাঝারি ধরনের গুলো ৩০০ থেকে ৬০০ টাকা আর কিছু দামী কাপড় ও কম্বল ১ হাজার বা তার বেশি বিক্রি হয়ে থাকে।
 আরেক বিক্রেতা তুষার বলেন, এখনো তীব্র শীত পড়েনি বিধায় আমাদের বেচাকেনাও কম। এখন প্রতিদিন ২/৩ হাজার টাকার বিক্রি হয়। শীত পড়লে বিক্রি আরও বাড়বে।
 পুরাতন কাপড় কিনতে আসা ক্রেতা আজিজুল ইসলাম বলেন, বাজার থেকে নতুন একটি জ্যাকেট কিনতে গেলে অনেক টাকা খরচ হবে। তাই এই পুরাতন মার্কেট থেকে স্বল্প মূল্যে জ্যাকেট কিনতে এসেছি। এখানে এক্সপোর্ট কোয়ালিটির ভালো ভালো জ্যাকেট রয়েছে। দামে পোষালে কিনে নিয়ে যাবো।
 আরেক ক্রেতা ভ্যান চালক এলেম আলী বলেন, আমাদের নতুন মার্কেট থেকে শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই আমার এবং আমার ছেলের জন্য পুরাতন মার্কেট থেকে মাত্র ৫শত টাকায় দুইটি জ্যাকেট কিনলাম।
 ক্রেতা সাবিনা আক্তার বলেন,শুনেছি পুরাতন মার্কেটে বাচ্চাদের ভালো ভালো এক্সপোর্ট কোয়ালিটির জামা পাওয়া যাচ্ছে। তাই দেখতে আসছিলাম। পছন্দ হয়ে যাওয়া এবং দামে কম পাওয়ায় কিনে নিয়েছি। যাদের বাজেট কম তারা এই মার্কেট থেকে পছন্দ মতন জামা-কাপড় কিনতে পারবে।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ