ঢাকা শনিবার, আগস্ট ২, ২০২৫
রাজবাড়ী-১ ও ২ নির্বাচনী এলাকায় ভোটার ৯ লক্ষ ৪৮ হাজার ৬৬৬জন
  • মাহফুজুর রহমান
  • ২০২৩-১১-১৭ ১৮:১০:৪১

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলায়  রাজবাড়ী-১ আসন (সদর ও গোয়ালন্দ উপজেলা) ও রাজবাড়ী-২ আসন (বালিয়াকান্দি, কালুখালী, পাংশা উপজেলায়) আগামী ৭ই জানুয়ারী ভোট অনুষ্ঠিত হবে। 
 জেলা নির্বাচন অফিস সূত্রে, এ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে নারী-পুরুষ উভয় মিলে ৪লক্ষ ৫হাজার ৬১১জন ভোটার ও রাজবাড়ী-২ আসনে নারী-পুরুষ উভয় মিলে ৫লক্ষ ৪৩হাজার ৫৫জন ভোটার রয়েছে। মোট ৯লক্ষ ৪৮ হাজার ৬৬৬জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
 জানা গেছে, রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে রাজবাড়ী-১ আসন গঠিত। এ আসনে রাজবাড়ী সদর উপজেলায় ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১১৫টি স্থায়ী ভোট কেন্দ্রে স্থায়ী ৬১৯টি ও অস্থায়ী ৮০টি ভোট কক্ষের বিপরীতে ১লক্ষ ৫৩ হাজার ৮৫৫ জন পুরুষ ও ১লক্ষ ৫০ হাজার ৬২৮ জন মহিলাসহ মোট ৩লক্ষ ৪হাজার ৪৮৬জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। 
 এছাড়া গোয়ালন্দ উপজেলায় ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪১টি স্থায়ী ভোট কেন্দ্রে স্থায়ী ২২৭টি ও অস্থায়ী ২০টি ভোট কক্ষের বিপরীতে ৫১হাজার ৩০৯ জন পুরুষ ও ৪৯হাজার ৮১৬জন মহিলাসহ মোট ১লক্ষ ১হাজার ১২৫জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।   
 রাজবাড়ী-১ আসনের মোট ২টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে ১৫৬টি স্থায়ী ভোট কেন্দ্রে ৮৪৬টি স্থায়ী ও ১০০টি অস্থায়ী কক্ষে ২লক্ষ ৫হাজার ১৬৪জন পুরুষ ও ২লক্ষ ৪৪৪জন মহিলাসহ মোট ৪লক্ষ ৫হাজার ৬১১জন ভোটার রয়েছে। 
 অপরদিকে রাজবাড়ী জেলার পাংশা, বালিয়াকান্দি, কালুখালী ও উপজেলা নিয়ে রাজবাড়ী-২ আসন গঠিত।
 এ আসনে পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় ৭৪টি স্থায়ী ভোট কেন্দ্রে স্থায়ী ৪০৪টি ও অস্থায়ী ৭৪টি ভোট কক্ষের বিপরীতে ১লক্ষ ৭ হাজার ৭৯৬জন পুরুষ ও ১লক্ষ ৪ হাজার ৫০৭জন মহিলাসহ মোট ২লক্ষ ১২হাজার ৩০৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
 বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে ৬৯টি স্থায়ী ভোট কেন্দ্রে স্থায়ী ৪২০টি ও অস্থায়ী ১৪টি ভোট কক্ষের বিপরীতে ১লক্ষ ৯৭৩ জন পুরুষ ও ৯৪ হাজার ১৪৩ জন মহিলাসহ মোট ১লক্ষ ৯৫হাজার ১১৬জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। 
 কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নে ৫০টি স্থায়ী ভোট কেন্দ্রে স্থায়ী ৩১৫টি ও অস্থায়ী ১৯টি ভোট কক্ষের বিপরীতে ৬৯ হাজার ৪১১জন পুরুষ ও ৬৬ হাজার ২২৫ জন মহিলাসহ মোট ১লক্ষ ৩৫ হাজার ৬৩৬ জন  ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
 রাজবাড়ী-২ আসনের মোট ১টি পৌরসভা ও ২৪টি ইউনিয়নে ১৯৩টি স্থায়ী ভোট কেন্দ্রে ১১৩৯টি স্থায়ী ও ১০৭টি অস্থায়ী ভোট কক্ষে ২লক্ষ ৭৮ হাজার ১৮০ জন পুরুষ ও ২লক্ষ ৬৪ হাজার ৮৭৫ জন মহিলাসহ মোট ৫লক্ষ ৪৩হাজার ৫৫জন ভোটার রয়েছে। 

 

রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরমান আলীর দাফন সম্পন্ন
ড্রেনেজ সমস্যায় নাকাল রাজবাড়ীর টিএন্ডটি পাড়া এলাকার বাসিন্দারা
জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
সর্বশেষ সংবাদ