ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
পদ্মায় দাপাচ্ছে অবৈধ বাল্কহেড ঢেউয়ে ঢেউয়ে গুনতে হয় চাঁদা
  • আশিকুর রহমান
  • ২০২৩-১১-১৭ ১৮:১১:৫৪

নিষেধাজ্ঞা সত্ত্বেও পাবনা জেলার চর তারাপুরে পদ্মা থেকে অবাধে তোলা হচ্ছে বালু। অনিবন্ধিত ও ফিটনেসবিহীন বাল্কহেডে করে এসব বালু নেয়া হচ্ছে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের নড়িয়াসহ বিভিন্ন এলাকায়।
 অভিযোগ উঠেছে, বিআইডব্লিউটিএ ও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই অবাধে চলছে এসব বাল্কহেড। আর এ সুযোগে বাল্কহেডগুলো থেকে যেন ঢেউয়ে ঢেউয়ে চাঁদা নিচ্ছেন প্রভাবশালীরা।
 রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে পাবনার পাকশি পর্যন্ত পদ্মা নদীতে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে অবৈধ এ বালু ব্যবসা।
 অনুসন্ধানে দেখা গেছে, পাবনার চর তারাপুর থেকে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের নড়িয়া রুটে প্রতিদিন শতাধিক বালুবাহী বাল্কহেড চলাচল করে। এসব বাল্কহেডের বেশির ভাগেরই নেই নিবন্ধন ও ফিটনেস। চলছে অদক্ষ সুকানি দিয়ে।
 রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার থেকে কোনও প্রকার রশিদ ছাড়াই বাল্কহেড প্রতি ৫০০ টাকা চাঁদা নিচ্ছে প্রভাবশালী একটি মহল। আর দৌলতদিয়া ঘাট এলাকায় চ্যানেল চার্জ হিসেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনুমোদন থাকার কথা বলে রশিদের মাধ্যমে নেয়া হচ্ছে ১৫০০ টাকা করে। এমনকি পদ্মায় বাল্কহেড থেকে চাঁদা আদায়ের একাধিক দৃশ্য ধরা পড়েছে প্রতিবেদকের ক্যামেরায়। যদিও ক্যামেরা দেখলেই দ্রুত পালিয়ে যান চাঁদা আদায়কারীরা।
 এমভি ইসরাত জাহান বাল্কহেডের সুকানি মোঃ শহিদুল বলেন, ‘পাবনার চর তারাপুর থেকে শরীয়তপুরের নড়িয়া পর্যন্ত যেতে পদ্মা নদীতে আমাদের বিভিন্ন পয়েন্টে নৌ-পুলিশ ও প্রভাবশালীদের চাঁদা দিতে হয়। এর মধ্যে পদ্মা নদীর রাজবাড়ীর গোদার বাজার এলাকায় দিতে হয় ৫০০ টাকা এবং দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিটিএর নামে দিতে হয় ১৫০০ টাকা।’
 একই বাল্কহেডের শ্রমিক মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘পাবনার চর তারাপুর থেকে শরীয়তপুরের নড়িয়া পর্যন্ত যেতে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে আমাদের ৭/৮ হাজার টাকা চাঁদা দিতে হয়। নদীপথে চলি, তাই ভয়ে আমরা চাঁদা দেই। কারণ, যারা চাঁদা নেন তারা সবাই স্থানীয় প্রভাবশালী। চাঁদা না দিলে তারা আমাদের ওপর নির্মম নির্যাতন করেন।’
 তিনি আরও বলেন, ‘চাঁদা না দিলে তারা আমাদের বাল্কহেডের কেবিনের ভেতর আটকিয়ে হাত-পা বেঁধে অস্ত্র ধরেন। এতে প্রাণের ভয়ে বাধ্য হয়ে আমরা টাকা পয়সা ও মোবাইল তাদের দিয়ে দেই। টাকা না দিলে তারা তেল নিয়ে যান, ব্যাটারি খুলে নিয়ে যান।’
 পাবনার চর তারাপুর থেকে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের নড়িয়া রুটে  চলাচলকারী আরও বেশ কয়েকটি বাল্কহেডের সুকানি ও শ্রমিকের সঙ্গে কথা বলে একই তথ্য পাওয়া গেছে। তাদের সবারই অভিযোগ, পদ্মার এ রুটে চলতে তাদের নৌপুলিশ ও প্রভাবশালীদের ৭/৮ হাজার টাকা চাঁদা দিতে হয়।
 দৌলতদিয়া ঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জে.এম সিরাজুল কবির বলেন, ‘পদ্মা নদীতে যেসব বাল্কহেড চলাচল করে, তার বেশির ভাগই অবৈধ। আমরা এসব অবৈধ বাল্কহেডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। গত ১৩ই নভেম্বরও আমরা ১৪টি অবৈধ বাল্কহেড আটক করে মেরিন আদালতে মামলা দিয়েছি।’
 তিনি আর বলেন, ‘পদ্মা নদীতে কেউ পৌরসভার নামে, কেউ চ্যানেলের নামে, কেউ নির্দিষ্ট মার্কা ব্যবহার করে বাল্কহেড থেকে চাঁদাবাজির চেষ্টা করে বলে আমাদের কাছে কিছু তথ্য আসছে। আমরা বিষয়টি তদন্ত করছি। নদীতে চাঁদাবাজির সঙ্গে সরাসরি কাউকে জড়িত পেলে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’
 গোয়ালন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, ‘পদ্মা নদীতে অবৈধ বাল্কহেড চলাচল ও বাল্কহেড থেকে চাঁদাবাজির বিষয় নিয়ে আমি দৌলতদিয়া ঘাট নৌপুলিশের সঙ্গে কথা বলেছি। নদীতে যদি আইনবহির্ভূত কোনো কাজ হয় এবং সেটি যদি মোবাইল কোর্টে শাস্তিযোগ্য হয়, সেক্ষেত্রে আমরা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম-পরিচালক এসএম আজগর আলী বলেন, ‘বিআইডব্লিউটিএ নৌ-পথে চাঁদাবাজির জন্য কাউকে কোনো অনুমোদন দেয় না। বিআইডব্লিউটিএ শুধুমাত্র ঘাট পয়েন্ট ইজারা দেয়। ইজারাদার ঘাট থেকে নিয়ম মাফিক ইজারা নেন। দৌলতদিয়াতেও নদী পথে কাউকে চাঁদাবাজির জন্য কোনো ইজারা বিআইডব্লিউটিএ দেয়নি। যদি বিআইডব্লিউটিএর নামে কেউ নদী পথে চাঁদাবাজি করে, তাহলে তাকে আপনাদের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসুন। এটিই আমি প্রত্যাশা করব।’

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ