ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ী সদরের রামকান্তপুর ১ম পর্যায়ে ৪০দিনের কর্মসূচি শুরু
  • মাহফুজুর রহমান
  • ২০২৩-১১-১৮ ১৫:০৮:১০

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে গতকাল ১৮ই নভেম্বর সকালে ২০২৩-২০২৪ অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির(ইজিপিপ) ১ম পর্যায়ের কাজের উদ্বোধন করা হয়েছে। 

 রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিব মোল্লা বাবু ইউনিয়নের ২টি প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করেন। ইউনিয়নের দুইটি প্রকল্পে মোট ৬১জন শ্রমিক কাজ করবে। 

 এ সময় রামকান্তপুর ইউনিয়নের দায়িত্বে ট্যাগ অফিসার কানিজ মওলা, প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন পরিষদের সচিব শংঙ্কর কুমার সরকার, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ নুরনবী বিশ্বাস দুলাল, মোঃ ফজের শিকদার ও মোঃ ইব্রাহিম মোল্লা উপস্থিত ছিলেন।

 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাজিব মোল্লা বাবু বলেন, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি আওতায় রামকান্তপুর ইউনিয়নের ২টি প্রকল্পে ৪০দিন মাটি কাটার কাজ শুরু হয়েছে। এতে করে প্রত্যন্ত অঞ্চলের মাটির রাস্তা মেরামত করে এলাকাবাসীর চলাচল ব্যবস্থা করা হবে।

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ