ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
দৌলতদিয়া ঘাটে ফেরী পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যান
  • আবুল হোসেন
  • ২০২০-০৯-২৪ ১৪:৩৪:৪৮

নদীতে তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের ফেরী চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে দৌলতদিয়া ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। 

  গতকাল ২৪শে সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে ঘুরে দেখা গেছে, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত মহাসড়কের বিস্তীর্ণ এলাকা জুড়ে ২শতাধিক যানবাহন নদী পারাপারের অপেক্ষায় সিরিয়াল ধরে দাঁড়িয়ে রয়েছে। এর পাশাপাশি হাইওয়ে পুলিশ গোয়ালন্দ মোড় এলাকায় ৩শতাধিক অপচনশীল পণ্যবাহী ট্রাক আটকে রেখেছে। আটকে থাকা এসব যানবাহনের যাত্রী, চালক ও শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহবুব হোসেন সরদার জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ছোট-বড় ১৫টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এই রুটের ৩টি ফেরীর মেরামতের কাজ চলছে। স্রোত ও নাব্যতা সংকটের কারণে ফেী চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া প্রান্তে যানবাহন আটকে থাকছে। তবে যাত্রীবাহী পরিবহন ও ব্যক্তিগত ছোট গাড়ী অগ্রাভিত্তিতে পারাপার করা হচ্ছে। 

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ