ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালীর জাফরপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে ইউএনও
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১১-২১ ১৬:৫১:৩৪

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন গতকাল ২১শে নভেম্বর উপজেলার কালিকাপুর ইউপির জাফরপুর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা পরিদর্শন করেন।
 জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি জাফরপুর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে শিক্ষক, ছাত্র ও পরিচালনা কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
 এ সময় জাফরপুর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি এবং হোগলাডাঙ্গী এমআই কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেনের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন বক্তব্য রাখেন। 
 তিনি ছাত্রদের নৈতিক শিক্ষার পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিয়মিত খেলাধুলা করার গুরুত্বারোপ করেন। অন্যান্যের মধ্যে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
 মতবিনিময় সভা শেষে মাদরাসা থেকে কর্মস্থলে ফেরার প্রাক্কালে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন ছাত্রদের হতে কিছু ক্রীড়া সামগ্রী তুলে দেন। এ সময় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
 অনুষ্ঠানে কালুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দিন ও সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসানসহ মাদরাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য, এর আগে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কালুখালী উপজেলার বিভিন্ন নির্বাচনী কেন্দ্র সরেজমিন পর্যবেক্ষণ করেন। এ সময় কালুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দিন তার সঙ্গে ছিলেন।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ