রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে গতকাল ২২শে নভেম্বর সকাল থেকেই টিসিবি’র ১১৩১টি ফ্যামিলি কার্ডধারীদের মাঝে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল বিক্রি করা হয়। এ সময় খানখানাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন, ইউনিয়নের ট্যাগ অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।