ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দিতে পাটের ট্রাকে আগুন লাগার ঘটনায় আরো ২জন গ্রেপ্তার
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-১১-২৪ ১৫:১১:১১

বালিয়াকান্দিতে পাট বোঝাই ট্রাকে আগুন লাগার ঘটনায় গত ২৩শে নভেম্বর দিনগত রাতে সন্দেহভাজন আরো ২জন বিএনপি নেতা কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।

 গ্রেফতারকৃতরা হলো- নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের মৃত আজিজ মন্ডলের ছেলে মোঃ লুৎফর মন্ডল(৩৫) ও একই গ্রামের মৃত মাহবুব ফকিরের ছেলে মোঃ মানিক ফকির(৩৫)।

 জানা গেছে, গত ২১শে নভেম্বর দিবাগত মধ্যরাতে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় পাট বোঝায় ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনায় ঐদিন সকালে ট্রাক চালক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।

 বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামীদের রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পাট বোঝাই ট্রাকে আগুন লাগার ঘটনায় সর্বমোট ৫জনকে গ্রেফতার করা হয়েছে। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ