ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী বাজারের ১ফার্মেসী মালিকের জেল ও জরিমানা
  • সুশীল দাস
  • ২০২০-০৯-২৫ ১৫:৫৮:৩৩
ভ্রাম্যমাণ আদালত রাজবাড়ী বাজারের ১নং রেলগেট সংলগ্ন ‘মোল্লা ফার্মেসী’তে অভিযান চালিয়ে মাদক জাতীয় ট্যাবলেট ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দোকান মালিককে ৯ মাসের কারাদন্ড ও ২৫হাজার টাকা জরিমানা করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীতে মাদক জাতীয় ট্যাবলেট ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ১জন ওষুধের দোকানীকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে গত ২৪শে সেপ্টেম্বর দুপুরে পরিচালিত অভিযানে রাজবাড়ী বাজারের(১নং রেলগেট সংলগ্ন) ‘মোল্লা ফার্মেসী’ নামক ওষুধের দোকানের মালিক দেলোয়ার হোসেন মোল্লাকে ৯ মাসের কারাদন্ড ও ২৫হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন মোল্লা রাজবাড়ী পৌরসভার কাজীকান্দা গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে। 
  ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লা ফার্মেসীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জাতীয় ট্যাপেন্টাডল গ্রুপের ট্যাবলেট ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। এর পাশাপাশি দোকানী দেলোয়ার হোসেন মোল্লাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা এবং মাদক জাতীয় ট্যাবলেট বিক্রির দায়ে ৯মাসের কারাদন্ড প্রদান করা হয়। 
  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক ধনঞ্জয় কুমার, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক ও রাজবাড়ী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ