গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া হেলিপোর্ট মাঠে গতকাল ২৪শে নভেম্বর বিকালে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ও মুলঘর জাগরণী ক্রীড়া চক্রের অংশ গ্রহণে মূলঘর জাগরণী ক্রীড়া চক্র ৪-২ গোলে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়।