ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলন
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-১১-২৫ ১৪:৪৫:১১

 বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ২৫শে নভেম্বর বিকালে সংগঠনের রাসসুন্দরী মিলনায়নে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৩ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ পূর্নিমা দত্ত।

 এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা দাস ও বাংলাদেশ মহিলা পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লাইলী নাহার বক্তব্য রাখেন।

 সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ফারহানা জাহান মিনি। তথ্য চিত্র উপস্থাপন করেন সংগঠনের সদস্য মৌসুমি সাথি, সারাদেশের তথ্য চিত্র উপস্থাপন করেন সংগঠনের সদস্য হাসিনা ইসলাম। 

 এ সময় রাজবাড়ী জেলা কমিটির সহ-সভাপতি শামসুন্নাহার চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক নমিতা দাস, বাংলাদেশ মহিলা পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি নূর তাজ তাজিয়া, কালুখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফাতেমা পারভীন উপস্থিত ছিলেন।

 সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন আন্দোলন সম্পাদক শায়লা তাবাসসুম নেওয়াজ।

 সংবাদ সম্মেলনে রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ পূর্ণিমা দত্ত বলেন, ‘অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল। গত পাঁচ দশকে আর্থসামাজিক উন্নয়নে নারীর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। অথচ নারীর মানবাধিকার এখনও অর্জিত হয়নি।

 
রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ