ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী জেলায় আরো ৭জনের দেহে করোনা শনাক্ত॥মোট আক্রান্ত-৩০৩১
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৯-২৫ ১৬:০৩:০৯

রাজবাড়ী জেলায় আরো ৭জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত জেলায় ৩হাজার ৩১জনের করোনা শনাক্ত হলো। 
  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, গতকাল ২৫শে সেপ্টেম্বর জেলার আরও ৮১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ৭জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গত ২২শে সেপ্টেম্বর নমুনাগুলো পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। 
  সিভিল সার্জন আরো জানান, আক্রান্তদের মধ্যে ২ হাজার ৭৩০ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ২৪জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া ৮জন হাসপাতালে এবং ২৬৯ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।  
  উল্লেখ্য, গতকাল ২৫শে সেপ্টেম্বর যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন-রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের আনোয়ার হোসেন(৬৫), রেলওয়ের পিডব্লিউআই অফিসের জলিল(৪০), বেড়াডাঙ্গা গ্রামের শেখ তারেক(৫৫), পুলিশ লাইন্সের শিশির(২৪), সদর হাসপাতালের কুশল(৩.৫০), সদর উপজেলার বড়লক্ষ্মীপুর গ্রামের আব্দুস সালাম(৫৯), কালুখালী উপজেলার ইব্রাহীম(২৯), পাংশা উপজেলার সাজেদুল করিম(২১), বালিয়াকান্দি উপজেলার সবুজ বসু(২৬)।   

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ