ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দে মোটর সাইকেল চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় যুবক নিহত
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১১-৩০ ১৪:৪৪:৫৪

গোয়ালন্দে মোটর সাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে গতকাল ৩০শে নভেম্বর বিকাল ৪টায় মৈইজদ্দিন মাতব্বর পাড়া এলাকায় দুর্ঘটনায় মোটর সাইকেল চালক মোঃ বরকত বিশ্বাস(২৮) নিহত হয়েছে।

 নিহত বরকত বিশ্বাস(২৮) গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মৈইজদ্দিন মাতব্বর পাড়া (বিশ্বাস বাজার) এলাকার মোঃ আলতাফ বিশ্বাসের ছেলে। 

 উজানচর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোনামুদ্দিন জানান, বিশ্বাস বাজারের পাশে এলাকায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পিলারের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে বরকত এর মাথা আঘাত প্রাপ্ত হয়ে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

 গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় নিজ এলাকায় জানাযা নামাজ সম্পন্ন হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।

 
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ