ফিলিস্তিনে বর্বর ইসরাইলি হামলা রুখে দাড়াও মার্কিন সামাজ্যবাদ নিপাত যাক এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৩০শে নভেম্বর বিকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, রাজবাড়ী সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ধীরেন্দ্রনাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা, গাঁজার ইসরাইলির বর্বর রচিত হামলা ও নৃশংস হত্যা কান্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে গাজার হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।