ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
৮২টি আসনে মনোনয়নপত্র জমা দিল বিএনএম
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-১১-৩০ ১৫:০১:৩৬

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮২টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন(বিএনএম)।

 বিএনএমের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মুহাম্মদ আবু জাফর ও মহাসচিব ড. মোঃ শাহজাহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

 এতে জানানো হয়, ফরিদপুর-১ আসনে শাহ মোহাম্মদ আবু জাফর, চাঁদপুর-৪ আসনে ড. মোঃ শাহজাহান, বরগুনা-২ আসনে ড. আব্দুর রহমান, নীলফামারী-১ আসনে জাফর ইকবাল সিদ্দিকী, সাতক্ষীরা-৪ আসনে এইচ এম গোলাম রেজা, পাবনা-২ আসনে ডলি সায়ন্তনী, ঢাকা-৬ আসনে অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান, নীলফামারী-৪ আসনে কমান্ডার(অবঃ) এম সাজেদুল করিম, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে শাহ জামাল রানা, কক্সবাজার-৪ আসনে তাহা ইয়াহিয়া, ঢাকা-১৬ আসনে রীতা রহমান, কুড়িগ্রাম-৩ আসনে ড. মো. সাফিউর রহমান, যশোর-৪ আসনে সুকৃতি কুমার মন্ডল, বাগেরহাট-৩ আসনে সুব্রত মন্ডল, নাটোর-৪ আসনে গাজী আবু সায়েম রতন, ঝালকাঠি-১ আসনে গাজী মোস্তাফিজুর রহমান, টাঙ্গাইল -৬ আসনে খন্দকার ওয়াহিদ মুরাদ, ঝিনাইদহ-২ আসনে ক্যাপ্টেন (অবঃ) মো. সাইফুর রহমান, মুন্সীগঞ্জ-১ আসনে মুহাম্মদ ফরিদ হোসেন, টাঙ্গাইল-৮ আসনে মুহাম্মদ আব্দুর রহিম, নারায়ণগঞ্জ-৩ আসনে এ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মো. একরামুজ্জামান, পটুয়াখালী-২ আসনে এস এম এনায়েত করিম, হবিগঞ্জ-২ আসনে এস, এ, এম সোহাগ, খুলনা-৪ আসনে এস এম আজমল হোসেন, খুলনা-৬ আসনে এস এম নেওয়াজ মোরশেদ, চট্টগ্রাম-১২ আসনে এম. ইয়াকুব আলী, বরিশাল-৪ আসনে এ্যাড. মাহাবুবুল আলম দুলাল, সাতক্ষীরা-৩ আসনে এ্যাড. হোসনে আরা হক, রাজশাহী-৩ আসনে এ, কে, এম মতিউর রহমান, নেত্রকোনা-২ আসনে এ বিএম রফিকুল হক তালুকদার, মানিকগঞ্জ-৩ আসনে এ খালেক দেওয়ান, কুষ্টিয়া-২ আসনে আরিফুর রহমান, টাঙ্গাইল-২ আসনে মো. এমরান হক চৌধুরী, ঢাকা-১১ আসনে হোসেন আহমেদ আশিক, বাগেরহাট-২ আসনে সোলায়মান শিকদার, ফরিদপুর-৩ আসনে গোলাম রব্বানী খাঁন, যশোর-৩ আসনে শেখ নুরুজ্জামান, ঢাকা-২০ আসনে মো. মিঠু মোল্লা, টাঙ্গাইল-৭ আসনে মো. বিল্লাল হোসেন, টাঙ্গাইল-৩ আসনে মো. জাকির হোসেন, ময়মনসিংহ-১০ আসনে মো. হাবিবুল্লাহ বেলালী, কুমিল্লা-৯ আসনে মো. হাছান মিয়া, রাজশাহী-৪ আসনে মো. সাইফুল ইসলাম রায়হান, ঢাকা-১৯ আসনে মো. সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে মো. সবুজ আলী, রাজশাহী-৫ আসনে মো. শরিফুল ইসলাম, লালমনিরহাট -৩ আসনে মো. শামীম চৌধুরী, রাজশাহী-১ আসনে মো. শামসুদ্দোহা, রাজশাহী -২ আসনে মো. কামরুল হাসান, সাতক্ষীরা-২ আসনে মো. কামরুল হাসান, বগুড়া-৩ আসনে মো. রফিকুল ইসলাম সরদার, বগুড়া-৭ আসনে মো. রনি, নেত্রকোণা-৪ আসনে মো. মজিবুর রহমান, সুনামগঞ্জ-১ আসনে মো. মাসুদুর রহমান দোলন, বরগুনা-১ আসনে মো. মাসুদ কামাল, পঞ্চগড়-২ আসনে মো. এস মাহমুদ হাসান, গাইবান্ধা-৩ আসনে মো. মনজুরুল হক, বাগেরহাট-১ আসনে মো. মঞ্জুর হোসেন শিকদার, হবিগঞ্জ-৩ আসনে মেজর (অব.) মো. বদরুল আলম সিদ্দিকী, নোয়াখালী-১ আসনে মো. আরিফুর রহমান, কুষ্টিয়া-১ আসনে মো. আলাউদ্দিন, টাঙ্গাইল-৪ আসনে মো. আবু তৌহিদ ভূঁইয়া, রাজশাহী-৬ আসনে মো. আব্দুস সামাদ, খুলনা-২ আসনে মো. আব্দুল্লাহ আল আমিন, সিরাজগঞ্জ-৫ আসনে মো. আব্দুল হাকিম, সাতক্ষীরা-১ আসনে মো. আব্দুর রশিদ, টাঙ্গাইল-৫ আসনে মেজর (অব.) মো. তৌহিদুর রহমান চাকলাদার, সিরাজগঞ্জ-৩ আসনে মো. গোলাম মোস্তফা, বাগেরহাট-৪ আসনে মো. রেজাউল করিম রাজু, হবিগঞ্জ-৪ আসনে মো. মোখলেছুর রহমান, জামালপুর-৪ আসনে মোহা. মামুনুর রশিদ, সিরাজগঞ্জ-৬ আসনে মোহাম্মদ শামীম, কক্সবাজার-২ আসনে মোহাম্মদ শরীফ বাদশা, কুষ্টিয়া-৪ আসনে ড. শামসুল আলম, শেরপুর-১ আসনে এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মোহাম্মদ আব্দুল মতিন, গাজীপুর-১ আসনে মোহাম্মদ আর্শেদুজ্জামান আসাদ, মানিকগঞ্জ-১ আসনে মোনায়েম খান, কুষ্টিয়া-৩ আসনে মোস্তফা কামাল মারুফ, সিরাজগঞ্জ-২ আসনে মেজর (অব.) মুহা. হানিফ ও সুনামগঞ্জ-৪ আসনে দেওয়ান শামসুল আবেদীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 নির্বাচন কমিশন(ইসি) ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 
চলমান জিটুজি প্রকল্প নিয়ে পিপিপি’র সাথে রয়্যাল ড্যানিশ এ্যাম্বাসী ও মায়েরস্ক’র প্রতিনিধিদের বৈঠক
আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেফতার ঃ প্রেস সচিব
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত জাপানের
সর্বশেষ সংবাদ