রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির তারাপুর দাখিল মাদরাসার পাশে এএমবি ইটভাটায় দেদারছে কাঠ পোড়ানো হচ্ছে।
ভাটার চারিদিকে কাঠ সাজানো রয়েছে। ইটভাটার একপাশে শ্রমিকদের কুড়াল দিয়ে কাঠের গুঁড়ি চেরাই করতে দেখা গেছে।
গতকাল ৩০শে নভেম্বর বিকালে সরেজমিন ইটভাটার ম্যানেজার তারাপুর গ্রামের দুলাল জানান, রবিউল আলম সগীরের নিকট থেকে ৫বছরের জন্য লিজ নিয়ে গঙ্গানন্দদিয়া গ্রামের হাসান মাহমুদ ও তারাপুর গ্রামের আব্দুল মান্নান ইটভাটা পরিচালনা করছে। এ বছর লিজের মেয়াদ শেষ হবে।
সরকারী নিষেধ উপেক্ষা করে ইটভাটায় কাঠ পোড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কয়লার দাম বেশি। তাই কাঠ দিয়েই ভাটায় ইট পোড়ানো হচ্ছে।
এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইটভাটা করায় অনেকেই ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন নির্বিকার রয়েছে।