ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
বালিয়াকান্দিতে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-১১-৩০ ১৫:০৩:০১

বালিয়াকান্দিতে ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় গতকাল ৩০শে নভেম্বর  রবি মৌসুমের বোরো ধানের হাইব্রিড ও উফশি জাতের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১১০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

 জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে ২কেজি বোরো হাইব্রিড ধানের বীজ ও ৫০০জন কৃষকদের প্রত্যেককে ৫কেজি করে উফশি ধানের বীজ ও ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।

 এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) মোঃ হাসিবুল হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ