ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বালিয়াকান্দিতে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-১১-৩০ ১৫:০৩:০১

বালিয়াকান্দিতে ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় গতকাল ৩০শে নভেম্বর  রবি মৌসুমের বোরো ধানের হাইব্রিড ও উফশি জাতের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১১০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

 জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে ২কেজি বোরো হাইব্রিড ধানের বীজ ও ৫০০জন কৃষকদের প্রত্যেককে ৫কেজি করে উফশি ধানের বীজ ও ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।

 এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) মোঃ হাসিবুল হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ