ঢাকা বুধবার, মে ১, ২০২৪
রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে দিনব্যাপী সাহিত্য উৎসব অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-১২-০১ ১৪:৫৫:৩৩

 রাজবাড়ী সাহিত্য পরিষদের আয়োজনে গতকাল ১লা ডিসেম্বর সকালে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে দিন ব্যাপী সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

 গতকাল শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমীর সামনে বেলুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের অধ্যাপক আরিফ হায়দার।

 উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভায়, নৃত্য, কবিতা আবৃতি ও কবি কন্ঠে আবৃতি করা হয়। 

 রাজবাড়ী সাহিত্য পরিষদের আহ্বায়ক কবি খোকন মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের অধ্যাপক আরিফ হায়দার বক্তব্য রাখেন।

 এ সময় বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাব হোসেন, নুরুল হক আলম, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, রাজবাড়ী জেলার সাবেক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান ও কবি সালাম তাসির প্রমূখ।

 সভায় স্বাগত বক্তব্য রাখেন ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু।

 
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
রাজবাড়ীতে ভূমি ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন
সর্বশেষ সংবাদ