ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
গোয়ালন্দে মুক্তিযোদ্ধা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১২-০১ ১৪:৫৬:৩২

‘১লা ডিসেম্বর দিচ্ছে ডাক, সাম্প্রদায়িক অপশক্তি নিপাত যাক’ এ শ্লোগানকে সামনে রেখে গতকাল ১লা ডিসেম্বর বেলা ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে গোয়ালন্দ উপজেলাতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে। 

 গতকাল ১লা ডিসেম্বর সকালে গোয়ালন্দের শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালীটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের সামনে গিয়ে শেষ হয়। 

 এরপর সেখানে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন অতিথিবৃন্দরা। 

 এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, মুক্তিযোদ্ধা গোলাম গিয়াস উদ্দিন ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিবারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

 

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ