ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
পাংশায় মহান বিজয় দিবসসহ ৩টি দিবস পালনে প্রস্তুতি সভা
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১২-০৬ ১৩:২৫:৪৮

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩, ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ৯ই ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে গতকাল ৬ই ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার ও পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান উপস্থিত ছিলেন।

 অন্যান্যের মধ্যে হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন, পাংশা আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, পাংশা সরকারী কলেজের প্রভাষক শিব শংকর চক্রবর্তী ও পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 প্রস্তুতি সভায় মহান বিজয় দিবসসহ উল্লেখিত তিনটি দিবস পালন উপলক্ষে পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 
উজানচরে অবৈধ বালু উত্তোলন অভিযানে মেশিন-পাইপ ধ্বংস
পাংশার তারাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইমান আলী মাষ্টারের দাফন
পাংশায় আদিবাসীদের মন্দিরে হারমোনিয়াম দিলেন ইউএনও
সর্বশেষ সংবাদ