ঢাকা শনিবার, জুলাই ২৭, ২০২৪
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩জন দোকানীতে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-১২-০৯ ১৪:৩৪:৩৭

 রাজবাড়ী বাজারে গতকাল ৯ই ডিসেম্বর তদারকী অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে মেসার্স মেডিসিন স্টোর নামক ফার্মেসীসহ ৩জন দোকানীকে ২২হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

 জানা গেছে, প্রতিশ্রুত ঔষধ পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে রাজবাড়ী শহরের বড় বাজারের মেসার্স মেডিসিন স্টোরকে ১৫হাজার টাকা, যথাযথ অনুমোদ গ্রহণ সাপেক্ষে প্রতিশ্রুত পণ্য বিক্রি না  করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মেসার্স আরিফ স্টোরকে ৫হাজার টাকা ও পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে শহরের বড় বাজারের ফকীর বাণিজ্যালয়কে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 রাজবাড়ী জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, অভিযান পরিচালনার পাশাপশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত বিধির অধীন যথা নিয়মে ক্রয়-বিক্রয় করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। 

 

রাজবাড়ীতে ১৬ ঘন্টা কারফিউ শিথিল॥জনজীবনে ফিরছে স্বস্তি
টিকিট ফেরতসহ রেলওয়ের ক্ষয়ক্ষতি ২২ কোটি টাকা----রেলপথমন্ত্রী
বসন্তপুরে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকের বিরুদ্ধে নারী যাত্রীকে ধর্ষণ চেষ্টা
সর্বশেষ সংবাদ