ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ীতে নির্জন সড়কে বিএনপির আন্তর্জাতিক মানববাধিকার দিবস পালন
  • মহসিন মৃধা
  • ২০২৩-১২-১০ ১৫:১৬:২১

আন্তর্জাতিক মানববাধিকার দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা দলীয় কার্যালয় বাদ দিয়ে শহরের গোদার বাজার সড়কের নির্জন আটাশ কলোনী মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

 গতকাল ১০ই ডিসেম্বর বেলা ১২টায় রাজবাড়ী জেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। 

 গতকাল রবিবার সকাল ১০টায় থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী জেলা বিএনপি’র কার্যালয় তালা বদ্ধ থাকলেও বিএনপি’র কার্যালয়ের পাশে আজাদী ময়দানে ছিল জেলা পুলিশের অবস্থান। এ সময় জেলা বিএনপি’র কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিত দেখা যায়নি।

 মানববন্ধন কর্মসূচিতে জেলা বিএনিপর সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম, বিএনপি নেতা মোঃ আব্দুস সালাম মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ