ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
দৌলতদিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১২-১০ ১৫:১৬:৪৪

 ‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১০ই ডিসেম্বর বেলা ১২টায় বেসরকারী এনজিও মুক্তি মহিলা সমিতির আয়োজনে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 আয়োজিত র‌্যালী ও আলোচনা দৌলতদিয়া যৌনপল্লীর শতাধিক যৌনকর্মী, শিশু ও এনজিও কর্মী অংশগ্রহণ করে।

 আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী বক্তব্য রাখেন। 

 মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে ও মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্য চম্পা আক্তার, গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শামিম শেখ বক্তব্য রাখেন। 

 বক্তারা এ সময় বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। অর্থনৈতিক দুর্বলতার কারণে পারিবারিক সহিংসতা বাড়ছে। দেশের সব শ্রেণি ও পেশাজীবি মানুষের মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশ ও মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যেতে হবে। সবার জন্য মানবাধিকার প্রতিষ্ঠা হোক-এটাই হোক সকলের প্রত্যয়।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ