ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী জেলায় আরো ৯জনের করোনা দেহে শনাক্ত॥মোট আক্রান্ত ৩০৪০ জন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৯-২৬ ১৪:২৯:২৪

রাজবাড়ী জেলায় আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৪০ জনের করোনা শনাক্ত হলো। 
  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, গতকাল ২৬শে সেপ্টেম্বর জেলার আরও ৬৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ৯জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গত ২৩শে সেপ্টেম্বর নমুনাগুলো পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। 
  সিভিল সার্জন আরো জানান, আক্রান্তদের মধ্যে ২ হাজার ৭৫৪ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ২৪ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া ৯ জন হাসপাতালে এবং ২৫৩ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।  
  উল্লেখ্য, গতকাল ২৬শে সেপ্টেম্বর যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন-রাজবাড়ী রেলওয়ে কোয়ার্টারের আলিমা(৩৪), মোস্তফা(৫২), সুফিয়া(৪২), লিপিকা রাণী(৩২), সুমী আক্তার(২৫), নূরুল ইসলাম(৫৫), ফজলে রাব্বী(৩০), কালুখালী উপজেলার আফতাব(৫০), মোকছেদ আলী(৫৬), হাবিবুর রহমান(৭৪), পাংশা উপজেলার আতিকুর রহমান(৩০)। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ