ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
বালিয়াকান্দি উপজেলায় পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের মনিটরিং
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-১২-১০ ১৫:১৯:১৬

দেশে পেঁয়াজ উদপাদনের অন্যতম শীর্ষ উপজেলা বালিয়াকান্দি। এ উপজেলায় পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে গতকাল ১০ই ডিসেম্বর বিকালে বিভিন্ন বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। 

 বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার বালিয়াকান্দি, সোনাপুর, বহরপুর ও জামালপুর বাজারে পিঁয়াজের বাজার মনিটরিং করা হয়।

এ সময় বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। 

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম  পেঁয়াজ বাজারে আড়ৎদারদের বলেন, পেঁয়াজের দাম নিয়ে যে গুজব উঠেছে আপনারা তাতে কান দিবেন না। আপনারা কোন প্রকার পেঁয়াজ মজুদ করবেন না। বাজারে পেঁয়াজের দাম সামঞ্জস্য রাখতে হবে। সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা যাবে না। যদি বালিয়াকান্দিতে এই অপচেষ্টা কেউ করার চেষ্টা করেন তাহলে আমরা সর্বোচ্চ কঠিন হবো।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ