গোয়ালন্দ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র গতকাল ১৩ই ডিসেম্বর রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এ সময় জেলা প্রশাসক আবু কায়সার খান তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রানী, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সোহাগ মিয়া এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশনায় গত ৭ই ডিসেম্বর সারা দেশের ১৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে বদলি করা হয়। এ প্রেক্ষিতে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসনকে ঢাকা জেলার দোহার উপজেলায় এবং শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়।