ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
কালুখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
  • ফজলুল হক
  • ২০২৩-১২-১৩ ১৪:১৯:৫৬

 কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ১৩ই ডিসেম্বর সকালে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ১২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
 কালুখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ বীজ ও সার বিতরণ করা হয়।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন। এ সময় প্রত্যেক কৃষককে ৫কেজি ধান বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।
 কালুখালী উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাইমুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিধান চন্দ্র রায় ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ক্রিকেটে চ্যাম্পিয়ন দুরন্ত ক্রিকেট একাদশ
 গোয়ালন্দের দুর্গম কুশাহাটার চরে কম্বল নিয়ে অসহায় দরিদ্রদের পাশে ইউএনও
বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ