গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ফৌইজদ্দিন মাতব্বর পাড়া এলাকায় গতকাল ১৪ই ডিসেম্বর দুপুরে ৫০০মিটার গ্রামীণ সড়ক এইচবিবি করণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা এ কাজের উদ্বোধন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থায়নে ৫০০মিটার এইচবিবি রাস্তাটি ৪২ লক্ষ ৪৮ হাজার ২৫০ টাকা ব্যয় ঠিকাদারী মেসার্স মারুফ এন্টারপ্রাইজ কাজটি বাস্তবায়ন করবে।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল, স্থানীয় ইউপি সদস্য মোঃ রাসেল মোল্লা, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ সুলতান মাহমুদ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ হিরু মৃধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।