রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের মাগুড়াডাঙ্গী গ্রামে গতকাল ১৫ই ডিসেম্বর সকালে সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ৮৪তম মৃত্যু দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে চৌধুরী পরিবার, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ যৌথভাবে সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর সমাধি প্রাঙ্গনে কোরআন খানী, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও তোবারক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সভাপতি মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইয়ামিন আলী, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার ও উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস। উপস্থাপনা করেন শেখ মুহাম্মদ সবুর উদ্দিন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ হাসিবুল হাসান। এর আগে পাংশা উপজেলা প্রশাসন ও এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার, পাংশা মহিলা কলেজ, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ, পাংশা জর্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, কাজী আব্দুল মাজেদ একাডেমী, চৌধুরী পরিবার, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও মাগুড়াডাঙ্গী আব্দুল মাজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন কুন্ডু, পাংশা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার মাহাবুব হোসেন, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজু, পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক শিব শংকর চক্রবর্তী, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান মিজানুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান তৈয়েবুর রহমান, গণিত বিভাগের প্রধান কেএম বিল্লাহ খান, পাংশা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ মেহেরুন্নেছা, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মোদি, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, পাংশা জর্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদাত আলী, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ ফিরোজ হায়দার, কবি এবাদত আলী সেখ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, সহ-সভাপতি সেলিম মাহমুদসহ শিক্ষক, লেখক, কবি-সাহিত্যিক, চৌধুরী পরিবারের লোকজন ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।