ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বাল্কহেডের ধাক্কায় ৪০ যাত্রী নিয়ে পদ্মায় খেয়া নৌকা ডুবি, ২ জনের লাশ উদ্ধার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-১২-১৬ ১৪:১১:০৩

মুন্সীগঞ্জের পদ্মার শাখা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় অন্তত ৪০ যাত্রী নিয়ে ট্রলার ডুবে গেছে।এ ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার হয়েছে।নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। নিখোঁজদের উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস।বাল্কহেডটি আটক করেছে এলাকাবাসী।

স্থানীয়রা তাৎক্ষণিক এক নারী ও এক শিশুকে উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীর জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খেয়া নৌকাটি হাসাইল চরের মিয়া বাড়ি ঘাট থেকে হাসাইল বাজারে আসার সময় মাঝামাঝি অন্ধকারের মধ্যে বাল্কহেড নৌকার উপরে উঠিয়ে দেয়।পরে স্থনীয়রা বাল্কহেডটি আটক করেছে, তবে চালক পলাতক। 

টঙ্গীবাড়ির ইউএনও আসলাম হোসাইন ঘটনাস্থলে জনান, দুর্ঘটনার পর যাত্রী অনেকেই তীরে উঠতে সক্ষম হন। এখনো কেউ নিখোঁজ রয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি। খোঁজ খবর করা হচ্ছে। 
 নিহতরা হলো- পাশ্ববর্তী মান্দ্রা গ্রামের নজরুল ব্যাপারীর সিফা আক্তার (১৫) ও নারায়ণগঞ্জের ফতুল্লার ফারুক হোসেনের মেয়ে
ফহিজা আক্তার (৬)। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ