রাজবাড়ীতে ৫৩তম মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল ১৬ই ডিসেম্বর জেলা প্রশাসনের আয়োজনে শহীদ খুশি রেলওয়ে ময়দানে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু ও বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহমেদ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর জেলা শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল মনোজ্ঞ অ্যাক্রোবেটিক শো প্রদর্শন করা হয়।
পরে শহীদ খুশি রেলওয়ে ময়দানে জনসাধারণের অংশগ্রহণের মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণিল আতশবাজি উৎসবের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।