ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২৩-১২-১৬ ১৬:০৯:৪০

মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৫২তম বার্ষিকীতে সমগ্র জাতি গতকাল ১৬ই ডিসেম্বর বীর সন্তানদের স্মরণ করেছে, যাদের রক্তের বিনিময়ে দুই যুগের পাকিস্তানি শাসনের অবসান ঘটেছিল এবং বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল স্বাধীন বাংলাদেশের।

 বিজয়ের এই দিনে বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা সাম্প্রদায়িক অপশক্তিকে উৎখাত, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিসহ সকল ‘অন্তর্জাতিক ষড়যন্ত্র’ রুখে দেয়ার দাবি জানিয়েছেন।  

 নয় মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। 

 দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় গতকাল ১৬ই ডিসেম্বর বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। 

 সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী/আধা-সরকারী/স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবন/স্থাপনসমূহে জাতীয় পতাকা উত্তোলন ও রাজবাড়ী পুলিশ লাইনস্ ে৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর সকাল ৭টায় পর্যায়ক্রমে প্রশাসকের কার্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে, রাজবাড়ী রেলগেটের স্মৃতিফলকে, লোকোশেড বধ্যভূমিতে, মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক, সাদিকের কবরস্থান ও মুক্তিযোদ্ধা শহীদ আঃ আজিজ খুশি’র কবরস্থানে জেলা প্রশাসক আবু কায়সার খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণসহ বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করে। 

 পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল পৌনে ৯টায় রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, সরকারী শিশু পরিবার, কলেজ, মাদ্রাসা ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, রোভার স্কাউট, বয়েজ স্কাউট, গার্লস গাইড, কাবস্, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাবেশ ও কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লে ও পুরস্কার বিতরণ করা হয়। বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী অফিসার্স ক্লাব প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মধ্যাহ্নভোজ, সাড়ে ১২টায় সাধনা সিনেমা হলে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, বাদ যোহর সকল মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত, সুবিধামত সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থনা, দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও সরকারী শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, বিকাল ৩টায় অফিসার্স ক্লাব ও মহিলা ক্লাব মুক্তমঞ্চে মহিলাদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা এবং একই সময়ে রাজবাড়ী বিসিক চাঁদমারীতে শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৩টায় শহীদ খুশি রেলওয়ে ময়দানে সরকারী কর্মকর্তা/কর্মচারী বনাম বেসরকারী কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে দাঁড়িয়াবাধা প্রতিযোগিতা, জেলা প্রশাসন বনাম রাজবাড়ী পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ বনাম রাজবাড়ী চেম্বার অব কমার্স ও বাজার ব্যবসায়ী, জেলা পুলিশ একাদশ বনাম সরকারী-বেসরকারী শিক্ষক একাদশ, রাজবাড়ী প্রেসক্লাব বনাম জেলা বার এসোসিয়েশন প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। 

 সন্ধ্যা পৌনে ৬টায় একই স্থানের মঞ্চে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তি সর্বোত্তম ব্যবহার ও বিজয় দিবস তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, এ্যাক্রোবেটিক প্রদর্শনী ও বর্ণিল আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে দিনব্যাপী কর্মসূচী সমাপ্ত হয়। 

 এছাড়াও দিবসটি উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়ক ও সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানসমূহে দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ