গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পূর্বপাড়ার (যৌনপল্লী) সুবিধাবঞ্চিত ৬০জন শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণ করেছে উত্তরণ ফাউন্ডেশন।
গতকাল ১৮ই ডিসেম্বর বিকেলে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক(অ্যাডিশনাল আইজিপি) ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় যৌনপল্লীতে এসব পোশাক বিতরণ করা হয়।
পোশাক বিতরণকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ, দৌলতদিয়া অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম উপস্থিত ছিলেন।