যথাযোগ্য মর্যাদায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
সকালে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী বক্তব্য রাখেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা ও উপজেলার চার ইউনিয়নের চেয়ারম্যানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে উপজেলাতে নির্মিত ৭ই মার্চ চত্বর ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
এর আগে সকাল ৭টার দিকে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।