ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
পাংশায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জিল্লুল হাকিমের পক্ষে মিছিল
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১২-১৮ ১৪:১৩:১৩

আগামী ৭ই জানুয়ারী-২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। গতকাল ১৮ই ডিসেম্বর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। 

 প্রতীক পেয়েই গতকাল সোমবার সন্ধ্যার পরে পাংশা শহরে রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সমর্থনে দলীয় নেতাকর্মীরা মিছিল বের করে।

 জানা যায়, গতকাল সোমবার বিকাল থেকে পাংশা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে সমবেত হয়। সন্ধ্যার পরে দলীয় নেতাকর্মীরা বাদ্যযন্ত্র সহকারে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 মিছিলে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পাংশা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ নাজমুল হাকিম রুমি, সদস্য সচিব মনছুর সরদার, পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোতালেব হোসেন মোল্লা, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার মাহাবুব হোসেন রিপন, লিজা হেলথ কেয়ারের এমডি মোঃ নিজাম উদ্দিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মিছিলে যোগ দেন।

 পুরাতন বাজার থেকে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ ও তার সহোদর ভাই যশাই ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, মৈশালা থেকে শাহিদুল ইসলাম মারুফ ও পাংশা বাস স্ট্যান্ড থেকে ওদুদ সরদার পৃথকভাবে সমর্থিত দলীয় লোকজন নিয়ে শোডাউন করে মিছিলে যোগদান করেন। 

এছাড়া উপজেলার মাছপাড়া, বাহাদুপুর, কলিমহর, মৌরাট ও কসবামাজাইল ইউপিসহ বিভিন্ন ইউনিয়নে নৌকার সমর্থনে দলীয় নেতাকর্মীরা মিছিল বের করে।

 পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার প্রচারণা চালানোর জন্য দলীয় নির্দেশনা রয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিভিন্ন ইউনিয়নে প্রচার প্রচারণার জন্য পোস্টার বিতরণ করা হবে।

 
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ