ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কালুখালীতে মিশ্র পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মনির হোসেন
  • ২০২০-০৯-২৭ ১৫:১৮:৪২
কালুখালী উপজেলাতে গতকাল ২৭শে সেপ্টেম্বর মৎস্য চাষীদের প্রশিক্ষণে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

‘নিরাপদ মাছে ভড়বো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’-শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে মৎস্য চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 
  কালুখালী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২০-২০২১ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় গতকাল ২৭শে সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ (গুলশা, টেংরা ও পাবদা মাছের সাথে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ) অনুষ্ঠিত হয়। 
  কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, বিশেষ অতিথি হিসেবে উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফিরোজ মাহমুদ তপু, কালুখালী উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শাহারিয়ার জামান সাবু, ক্ষেত্র সহকারী হাসানুজ্জামান হিমু প্রমুখ বক্তব্য রাখেন। 
  এ সময় মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কালুখালী উপজেলার ৩০জন মৎস্য চাষী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।   

 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ