‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালুখালী উপজেলাতে প্রতিক্ষণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় বেকার যুবকদের ৭দিন ব্যাপী গাভী পালন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে ।
গতকাল ২১শে ডিসেম্বর সকালে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ৩০জন বেকার যুবদের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।
আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেন।
এ সময় উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সাগর কুমার দাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।