ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
গোয়ালন্দে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত জাপা’র প্রার্থী খন্দকার বাচ্চু
  • হেলাল মাহমুদ
  • ২০২৩-১২-২৩ ১৪:১৮:৫৫

 আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিতব্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের জাতীয় পার্টির(জাপা) মনোনীত লাঙ্গলের প্রার্থী এডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু নির্বাচনী এলাকায় দিনভর গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন।

 গতকাল ২৩শে ডিসেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত তাকে রাজবাড়ী-১ আসনের গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করতে দেখা যায়।

 দেখা গেছে, জাতীয় পার্টি’র জেলা ও উপজেলার কমিটির নেতাকর্মীদের সাথে নিয়ে গোয়ালন্দ উপজেলার পৌর জামতলা বাজার, উজানচর ইউনিয়নের জামতলার হাট, হামিদ মৃধার হাট, দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় দিনভর গণসংযোগ করেন।

 এ সময় রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ- সভাপতি খোন্দকার গোলাম কবির, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান খান মোমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক আক্কাছ আলী বাবু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হেলাল মাহমুদ, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাবু রতন সরকার, রাজবাড়ী পৌর শাখার সাধারণ কে এ রাজ্জাক মেরীন, গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী ও দৌলতদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ মজিবর রহমান প্রমুখ।

 গণসংযোগকালে রাজবাড়ী-১ আসনের প্রার্থী এডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ভোটারদের উদ্দেশে বলেন, জোট-মহাজোটের কারণে বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে আমাদের লাঙ্গল প্রতীক ছিল না। এবারের জাতীয়  নির্বাচনে লাঙ্গল প্রতীক ফিরে পেয়ে জনগণ খুবই আনন্দিত। রাজবাড়ী-১ আসনের (সদর ও গোয়ালন্দ) মানুষ লাঙ্গলে ভোট দিতে আমাদের দিকে তাকিয়ে আছে। তবে আমরা মনে করছি জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোট দিতে পারেন। তাহলে রাজবাড়ী-১ আসনে লাঙ্গল প্রতীক  বিপুল ভোটে জয়লাভ করবে।

 
পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ