গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা এলাকার জুট মিস্ত্রি পাড়া রহমত আলী মন্ডলের বাড়িতে গড়পাড়া ইমাম বাড়ী দরবার শরীফ কর্তৃক প্রতিষ্ঠিত খানকা শরীফ ভবনের উদ্বোধন করা হয়েছে।
গতকার ২৪শে ডিসেম্বর বেলা ১১টায় নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের গদিনীশীন শাহুজাদা রহমান বাঁধন।
এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, নবনির্মিত খানকা শরীফের সভাপতি মোঃ বিলায়েত আলী মন্ডল, সাধারণ সম্পাদক মোহন শেখ ও খানকা শরীফের সার্বিক তত্বাবধানে মোঃ রফিকুল ইসলাম বেপারীসহ স্থানীয় এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।