ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
দৌলতদিয়ায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে চাইল্ড ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১২-২৪ ১৪:২১:০১

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় চাইল্ড ক্লাবের আয়োজনে গতকাল ২৪শে ডিসেম্বর দিনব্যাপী মুক্তি মহিলা সমিতি (এমএমএস) ও মুসলিম চ্যারেটি (ইউকে)-এর আর্থিক সহযোগিতায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে চাইল্ড ক্লাবের শিশুদের নির্বাচন অনুষ্ঠিত হয়। 

 দৌলতদিয়া যৌনপল্লী ও স্থানীয় সুবিধা বঞ্চিত শিশুদের সমন্বয়ে গঠিত ‘চাইল্ড ক্লাবের’ নেতৃত্ব অনুষ্ঠিত নির্বাচনে ৬৫০ জন শিশু গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে চেয়ারম্যান, সেক্রেটারীসহ মোট ৯টি পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করে। গতকাল রবিবার সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। 

 এ নির্বাচন পরিদর্শন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী।  

 এ সময় গোয়ালন্দ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, কো-অর্ডিনেটর আখি আক্তারসহ জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, স্কুল শিক্ষক ও নারী প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন। 

 
বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ